এলজিইডির সেতুতে ভোগান্তি কাটছে উল্লাপাড়ার ৩০ গ্রামের মানুষের

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সময়ে এই ত্রিশ গ্রামের মানুষকে জীবন-জীবিকার জন্য নৌকা পাড়ি দিয়ে উল্লাপাড়া উপজেলার সদরে যাতায়াত করতে হতো। মালামাল-পরিবহন এবং স্কুল কলেজে যেতে ভোগান্তির সীমা ছিল না। নির্বাচন এলে প্রার্থীরা বারবার প্রতিশ্রুতি দিলেও হয়নি এই সেতু।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

একটি সেতুতে চার দশকের ভোগান্তি শেষ হচ্ছে জেলার উল্লাপাড়ার ৩০ গ্রামের মানুষের। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সময়ে এই ত্রিশ গ্রামের মানুষকে জীবন-জীবিকার জন্য নৌকা পাড়ি দিয়ে উল্লাপাড়া উপজেলার সদরে যাতায়াত করতে হতো। মালামাল-পরিবহন এবং স্কুল কলেজে যেতে ভোগান্তির সীমা ছিল না। নির্বাচন এলে প্রার্থীরা বারবার প্রতিশ্রুতি দিলেও হয়নি এই সেতু।

সম্প্রতি এলাকার সংসদ সদস্য তানভীর ইমাম জয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মাধ্যমে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন। উপজেলার বড়হর ইউনিয়ন অফিস থেকে তেঁতুলিয়া হাট রাস্তার ২৫০ মিটার চেইনেজে ২৯৪.০০ মিটার লম্বা এই সেতু তৈরিতে খরচ ধরা হয় প্রায় ৪১ কোটি টাকা।

এ প্রসঙ্গে এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, কাজের অগ্রগতি সন্তোষজনক এবং কাজের গুনগত মানও ভালো। যথা সময়ে কাজ শেষ হবে। প্যাচার পাড়া গ্রামের খোদা বক্স ও জহুরুল ইসলাম জানান, এই সেতুটি চালু হলে শুধু এই ৩০টি গ্রাম নয় উল্লাপাড়া, কামারখন্দ ও বেলকুচির মানুষদেরও চলাচলের কস্ট কমবে। আমাদের আর চরের লোকজনদের মতো কষ্টে নৌকা পারাপার হতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন