|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
একটি সড়ক যুক্ত করেছে দুই এলাকার মানুষকে। সহজ করে দিয়েছে যাতায়াত। জীবনমানেও এনেছে পরিবর্তন। সড়কটি সংযুক্ত করেছে জেলার উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ও হাওড়া এলাকাকে।সড়কটি তৈরি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ এই তিন অর্থবছরে এলজিইডির বৃহত্তর পাবনা বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং সিরাজগঞ্জ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বড়পাঙ্গাসী থেকে হাওড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সাবমারসিবল এই সড়ক নির্মাণ করা হয়। এতে খরচ হয়েছে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা।
নির্মাণের আগে সড়কটি মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য ছিল। যাতায়াতে ছিলো যারপর নাই দুর্ভোগ। এখন এই সড়ক সুগম করেছে দুই এলাকার ৫০ হাজার মানুষের নিত্যদিনের আসা-যাওয়া। পন্যপরিবহনেও এসেছে স্বচ্ছন্দ।
ভ্যানচালক মরম আলী বলেন, সড়কটি নির্মাণের আগে চলাচলে আমাদের অনেক কষ্ট হতো। সামান্য বৃষ্টিতে সড়কে কাঁদা হয়ে যেতো। সড়কটি পাকা করায় আমরা খুব স্বচ্ছন্দে ভ্যান চালাতে পারছি।
সড়কটি পাকা হওয়ায় স্বস্তি মিলেছে মোহনপুর-বড়পাঙ্গাসী ও হাওড়া এলাকার প্রায় ৫০ হাজার মানুষের। বদলে যাচ্ছে তাদের জীবনমান।
এ প্রসঙ্গে এলজিইডি সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, এলজিইডি সব সময় মানুষের জীবনমান উন্নয়ন ও কাজের নোতুন সুযোগ তৈরির কথা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
তিনি বলেন, এই সড়ক নির্মাণের ফলে কৃষক খুব সহজেই তাদের উৎপাদিত পন্য শহরে নিতে পারছে। পাচ্ছে ন্যায্য দাম। গ্রামের জনসাধারণ সহজে ও নির্বিঘেœ যাতায়াত করতে পারছে। একইসঙ্গে শিক্ষার্থীরা কম সময়ে ও স্বচ্ছন্দে যেতে পারছে স্কুল-কলেজে।
এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে সড়কটি পাকা হওয়ায়। আধুনিকতার পরশ লেগেছে গ্রামীণ এই জনপদে।