|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ ৩-আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে একই আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ৫০ কোটি টাকার মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদলত। বুধবার ৩০শে ডিসেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহমদ হুমায়ন কবিরের আদালতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে মামলার আর্জি দেন কায়সার হাসনাত। পরে বিকেলে মামলাটি খারিজের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, বিকেল সোয়া চারটার দিকে এক আদেশে মামলাটি খারিজ করে দেন আদালত।
এর আগে দুপুরে মামলার আর্জি দেওয়ার পর কায়সার হাসনাত বলেন, এমপি লিয়াকত হোসেন খোকা গত ২৬শে ডিসেম্বর সোনারগাঁ পৌরসভায় এক মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে শুধু আমাকে ব্যক্তিগতভাবে নয়, গোটা আওয়ামী লীগ পরিবারের প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি ছোট করেছেন।
তিনি বলেন, উনি আমার মৃত মাকে নিয়ে বক্তব্য দিয়ে বলেছেন, আমি আমার মায়ের বিরুদ্ধে মামলা করেছি। ওনার এ বক্তব্য সম্পুর্ন মিথ্যা ও অসৎ। আমি মনে করি সুনাম ক্ষুন্নের মাধ্যমে আমার মানহানি হয়েছে তাই আমি মামলা করেছি।
মামলার আইনজিবী জসিম উদ্দিন বলেন, কায়সার হাসনাতের মা মমতাজ বেগম সোনারগাঁ ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। একইসাথে সোনারগাঁ থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। মমতাজ বেগম ও কায়সার হাসনাতকে নিয়ে তার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়ার অপবাদ ও অশালীন বক্তব্য দিয়েছেন। যা এখানে বলার মত নয়।
তিনি বলেন, আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গ অঞ্চলে মামলা করেছি। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ওনার জবানবন্দি নিয়েছেন। রেকর্ড পর্যালোচনা করে উনি আদেশ দেবেন।
প্রসঙ্গত, গত ২৬শে ডিসেম্বর এমপি লিয়াকত হোসেন খোকার একটি বক্তব্যকে কুরুচিপূর্ণ ও মিথ্যা আখ্যা দিয়ে কায়সার হাসনাতের পক্ষে সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে। সেই সঙ্গে তারা ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছিল। খোকার পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে অবশেষে আদালতে মামলা করলেন সাবেক এমপি কায়সার হাসনাত।