|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিল (৩৫) মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
বুধবার বিকেল সোয়া পাচটার দিকে এনায়েতপুরের বেতিল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকাল থেকে জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। এক পর্যায়ে সম্মেলনের ভোট গননার সময় বিকেল সোয়া পাঁচটার দিকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নিহত হন। আহত হন উভয় পক্ষের আরো অন্তত ১০ জন।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘঠনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।