উল্লাপাড়া ও শেরপুরে বোমা-চাপাতিসহ শিবিরের ৯ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও জেলা শেরপুর থেকে ইসলামী ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও শেরপুর ||

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও জেলা শেরপুর থেকে ইসলামী ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে পৌর শহর এলাকার একটি ছাত্রাবাসে নাশকতার পরিকল্পনা করার সময় ইসলামী ছাত্র শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ বলছে, এদের কাছে বেশ কয়েকটি ককটেল বোমা পাওয়া গেছে। আটক ৬জন হলেন, উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবিরের উত্তর শাখার সাধারন সম্পাদক মাসুদ হাসান, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আতাউর রহমান, শিবির হাসান আলী, মনিরুল ইসলাম, রায়হান শেখ, মনিরুল ইসলাম ।

অন্যদিকে জেলা শেরপুরেও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে স্থানীয় শিবিরের তিন নেতাকে আটক করা হয়। এরা হলেন, সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব কুমরী গ্রামের সংগঠনটির সভাপতি জাকারিয়া মোল্লা (২৪), সাধারণ সম্পাদক ইমরান রহমান (২৩) ও শ্রীবরদী উপজেলার উত্তর বাজার এলাকায় দপ্তর সম্পাদক হাফেজ আল আমিন (২৩)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পৌর নিউমার্কেটের দোতলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

উল্লাপাড়ায় আটক ৬

শুক্রবার ৩১শে জুলাই সকালে উল্লাপাড়া মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানা এলাকায় নাশকতা করার জন্য বৃহস্পতিবার ৩০শে জুলাই রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার তুশি-তারেক ছাত্রাবাসে জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন বলে খবর আসে পুলিশের কাছে। পরে সেই ছাত্রাবাসে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে পুলিশ জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করে। এসময় ৬টি ককটেল বোমা, ছাত্র শিবিরের সংবিধান বই, সমর্থক ফরম পাওয়া যায়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ঈদের সময় থানা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ জনসাধারণের জানমালের ক্ষতি করতে নাশকতার পরিকল্পনা করছিলো এসব নেতাকর্মী। আটকরা তাদের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

জেলা শেরপুরে আটক ৩

শেরপুর জেলা থেকে সারাবেলা প্রতিনিধি জানাচ্ছেন, ঈদকে সামনে রেখে নাশকতা করবার লক্ষ্যে ছাত্র শিবিরের ওই নেতা-কর্মীরা বৃহস্পতিবার ৩০শে জুলাই রাতে পৌর নিউমার্কেটের দোতলার একটি কক্ষে বৈঠক করছিলেন। এসময় সদর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের কাছে একটি চাপাতি ও একটি ছুরি এবং একটি ব্যানার পাওয়া যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে আটকদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং থানায় মামলা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন