উলিপুর পৌরপিতা হলেন আওয়ামী লীগের মামুন সরকার

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মো: মামুন সরকার মিঠু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মো: মামুন সরকার মিঠু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার ৩০শে জানুয়ারি ভোটশেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।

ফলাফলে মো: মামুন সরকার মিঠু নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো: হায়দার আলী মিঞা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪১৩ ভোট এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২৮ ভোট।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৫১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। উলিপুর পৌরসভার মোট ভোটার ৩৭ হাজার ৯১৫জন। এর মধ্যে নারী ১৯ হাজার ৩৭৬ ও পুরুষ ভোটার ১৮ হাজার ৫৩৯ জন।

সংবাদ সারাদিন