|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর(কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার ৮ই ডিসেম্বর সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নে ১ নম্বর ওর্য়ার্ডের আকন্দপাড়ায় এই ক্রিকেট আয়োজন শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শায়খুল ইসলাম (নয়া)।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ও আওয়ামী লীগের হাতিয়া ইউনিয়ন শাখার যুগ্মসাধারণ সম্পাদক আল এনায়েত করিম (রনি), ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, রংপুর গঙ্গাচড়া থানার এস আই ফারুক আহমেদ, টুর্নামেন্ট কমিটির সদস্য মো. ইলিয়াাস ইমরান (সাগর),হাসান ইমাম সোহাগ,রবিউল ইসলাম প্রমুখ।
খেলায় যে দুটি দল মন্ডলের হাট ক্রিকেট একাদশ ও নূতন অনন্তপুর ক্রিকেট একাদশ প্রথম ম্যাচে অংশ নেয়।