|| সারাবেলা প্রতিনিধি , উলিপুর(কুড়িগ্রাম) ||
কুড়িগ্রাম উলিপুরে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৪শে মার্চ সকালে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৫টি কৃষক গ্রুপের মাঝে ধান ও গম মাড়াইয়ের জন্য পাওয়াার থ্রেসার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
এছাড়াও কৃষিতে যান্ত্রিকরণ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে ২০টি রিপার যন্ত্র, ১৬টি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র, ২০টি হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার,আবু সুফিয়ান দুলুসহ উপকারভোগী কৃষক গ্রুপের সদস্যবৃন্দ।