উলিপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচন প্রশ্ন বিদ্ধ করতে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব মামুন সরকার

|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচন প্রশ্ন বিদ্ধ করতে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু।

মঙ্গলবার ২৬শে জানুয়ারি বিকেলে মামুন সরকার মিঠুর নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করেন।

ওই সময় তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন , উলিপুর পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি বিভিন্ন দপ্তরে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক অভিযোগ করেন। বরং বিএনপির কর্মীরাই মুখোশ পরে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। এমনকি রাতের অন্ধকারে বিএনপির কর্মীরা বিভিন্ন স্থানে ভোটারদের বাড়িতে গিয়ে ভোট ক্রয় করছে।

তিনি বলেন, আর বিগত সময়কালে বিএনপি হতে নির্বাচিত মেয়র জনস্বার্থে কোনো কাজ না করে নিজের ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকায় জনগন বিএনপিকে প্রত্যাখান করেছেন। তাই দিশেহারা বিএনপি অপপ্রচার চালিয়ে নির্বাচনী আমেজ নষ্ট করার পায়তারা করছেন। আমরা জনগনের রায়ের প্রতি আস্থাশীল।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী উলিপুর পৌরসভায় নির্বাবচন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সারাদিন