|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) ||
কোরআন তেলওয়াত, দোয়া মাহফিল, কেক কাটা, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুরে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে সকালে শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পরে দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
উলেখ্য আলোচনা সভা শেষে চিত্রাংকন,রচনা ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।