|| উপজেলা প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী) ||
অনুষ্ঠিত হলো রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত এই বাজেট সভায় উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব ও ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ সভায় অংশ নেন।
এছাড়াও সরকারি দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন।
তবে সচেতন নাগরিক সমাজের দাবি বাজেটি উন্মুক্ত হলেও এতে যে জনগণের করের টাকার ওপর নির্ভর করে এই বাজেট করা হয়েছে সেই জনমানুষের উপস্থিতি রাখা হয়নি। তারা আগামীতে বাজেট সভায় স্থানীয় করদাতাদের উপস্থিতি নিশ্চিতের দাবি জানান।
প্রস্তাবিত বাজেটে ২০২০-২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৯৪৩ টাকা। ২০১৯-২০ অর্থ বছরে বাজেটে যা ছিলো এক কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৬৫৭ দশমিক ৯৪ টাকা।
আগামী অর্থবছরে উদ্বৃত্ত থাকতে পারে এমন টাকার পরিমাণ দেখানো হয়েছে ১৬ লাখ ৫০ হাজার ৯৪৩ টাকা। চলতি অর্থ বছরে যার আকার ছিলো ১০ লাখ ৮০ হাজার ১২৬ দশমিক ৯৪ টাকা।
এছাড়া বাজেটে বেশ কয়েকটি নতুন খাত সংযোজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে উপজেলা পরিষদ কার্যালয়ে ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন, জরুরি ত্রাণ/ অপ্রত্যাশিত খাত, ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য শনাক্তকরণ কিট ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও মশক নিধন।
এসব খাতে অতিরিক্ত ব্যয় দেখানোর কারণে এবার বাজেটের আকার কিছুটা বেড়েছে বলে বাজেট সভায় জানানো হয়েছে।