মতলব উত্তর ( চাঁদপুর) প্রতিনিধিঃ সারাদেশে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন কাজ চলছে। এখন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এই উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার দুপুরে মতলব উত্তরে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন এ কথা বলেন। তিনি বলেন, সারাদেশে উন্নয়ন হচ্ছে।
মতলব উত্তর আমার জন্মভূমি। আমার আবেগের জায়গা। এর উন্নয়নে আমি সর্বদা প্রস্তুত।মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাছির উদ্দিন সারোয়ার, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ৷