উন্নয়নপ্রতিশ্রুতি আর জনসেবার প্রত্যয়ে চলছে নওগাঁ পৌরভোটের প্রচারনা

শহরের অলিগলির সব সড়কই ছেয়ে গেছে প্রার্থীদের সাদা-কালো পোস্টার আর ব্যানারে। মাইকিং ছাড়াও চলছে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা। নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ও চা স্টলগুলোতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা।

|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||

নওগাঁ পৌর এলাকায় বইছে ভোটের হাওয়া। আগামী ৩০শে জানুয়ারি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ পৌরসভা নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। করোনা আর শীতকে পেছনে ফেলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছে ভোট। একইসঙ্গে দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি।

শহরের অলিগলির সব সড়কই ছেয়ে গেছে প্রার্থীদের সাদা-কালো পোস্টার আর ব্যানারে। মাইকিং ছাড়াও চলছে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা। নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ও চা স্টলগুলোতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা।

ছবি: সংবাদ সারাবেলা

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নওগাঁ পৌর নির্বাচনে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ৫৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, পৌরবাসী আমাকে জয়ী করলে আমি একটি নানন্দিক, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং আধুনিক ডিজিটাল মডেল পৌরসভা পৌরবাসীকে উপহার দেব। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের ইচ্ছা ছিল নওগাঁ পৌরসভাকে আধুনিক করে গড়ে তোলা। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী দল থেকে পৌর মেয়র নির্বাচিত হওয়ায় পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নে সব কাজ করবেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

ছবি: সংবাদ সারাবেলা

অপরদিকে বিএনপি সমর্থিত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী নাজমুল হক সনি বলেন, আমাকে শেষবারের মতো পৌরবাসী মেয়র নির্বাচিত করলে পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য যেসব উন্নয়ন কাজ করতে পারিনি তা সম্পন্ন করে পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলব।

ছবি: সংবাদ সারাবেলা

নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাসেল বলেন, ভোটারদের কাছে আমার প্রত্যাশা প্রতীক নয়, তারা ব্যক্তি দেখে ভোট দেবেন। নির্বাচিত হলে আমার অফিস হবে আপনাদের অফিস।

ছবি: সংবাদ সারাবেলা

জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী হলেন ইফতারুল ইসলাম বকুল। তিনি বলেন, পৌরবাসী আমাকে নির্বাচিত করলে আমি প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু এইচ এম এরশাদের আদর্শ নিয়ে নওগাঁ পৌরসভার জন্য কাজ করব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার মেয়র প্রার্থী আতিকুর রহমান বলেন, পৌরবাসী আমাকে নির্বাচিত করলে আমি নওগাঁ পৌরবাসীর জন্য সেবামূলক কাজ করব।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ৩০শে জানুয়ারি তৃতীয় ধাপে নওগাঁ পৌরসভার ব্যালটের মাধ্যমে ভোট নেয়ার সব সব প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৩ সালের ৭ই ডিসেম্বর নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৯ সালে নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১৭৫ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৯১৬ জন।

 

সংবাদ সারাদিন