|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের ৮ শ’র বেশী দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানায়, রিপন ওরফে ‘মুরগী রিপন’ নামের এক চাঁদাবাজ তার নিজস্ব লোকজনদের মাধ্যমে পুলিশের নামে এসব দোকান থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো।ফুটপাতের দোকানিরা অভিযোগ করে বলেন, মুরগী রিপনকে চাঁদা না দিলে তিনি ও তারা বাহিনীর সদস্যরা আমাদেরকে শারীরিক নির্যাতন ও উচ্ছেদের হুমকিসহ পুলিশ দিয়ে হয়রানি করার হুমকিও দিতেন।
প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে ৮ শ’র বেশী দোকান গড়ে তোলা হয়। ফলে পরিবহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিলো। অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।