উগ্রপন্থী দুর্বৃত্তায়নে ভাঙলো বঙ্গবন্ধুর ভাস্কর্য

সারাদেশে মৌলবাদী শক্তি ভাস্কর্য বিরোধী যে অবস্থান নিয়েছে, তারাই জাতির জনকের ভাস্কর্য ভেঙে ফেলতে পারে বলে ধারনা করছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ সহ সরকারের সকল এজেন্সি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||

এবার ভেঙ্গে ফেলা হলো জাতির পিতার ভাস্কর্য। সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সরাকরি ঘোষণার পর থেকেই সর্বাত্মক বিরোধিতায় নেমেছে হেফাজতে ইসলামের নেতৃত্বে বেশ কতক ধর্মভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দল। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভাস্কর্যের বিরোধিতা করে সভাসমাবেশ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধর্মীয় বয়ানের নামে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে তারা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কুষ্টিয়াতে কে বা কারা ভেঙ্গে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মানাধীন একটি ভাস্কর্য।

কুষ্টিয়ার শহরের পাঁচ রাস্তার মোড়ে এ ভাস্কর্যটি নির্মান করা হচ্ছে। গত ১৩ই নভেম্বর কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে বঙ্গবন্ধুর ভাঙ্কর্যটি নির্মান কাজ শুরু হয়। নির্মান কাজ প্রায় শেষের দিকে।
শনিবার সকালে নির্মানকাজে অংশ নেয়া শ্রমিকরা এসে দেখে ভাস্কর্যটির উল্লেখযোগ্য অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। কুষ্টিয়ার পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আগামী ১৬ই ডিসেম্বর ভাস্কর্যটি উদ্ধোধনের জন্য প্রস্তুত করা হচ্ছিলো। রাতের অন্ধকারে দৃর্বৃত্তরা নির্মানাধীন ভাস্কর্যের মুখ ও হাতের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে। তিনি এও জানান, একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।

সারাদেশে মৌলবাদী শক্তি ভাস্কর্য বিরোধী যে অবস্থান নিয়েছে, তারাই জাতির জনকের ভাস্কর্য ভেঙে ফেলতে পারে বলে ধারনা করছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ সহ সরকারের সকল এজেন্সি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, ঘটনাটি রাতের আধারে ঘটেছে। সিসি টিভির ফুটেজ এবং ক্রিমিনাল রেকর্ড যাচাই বাছাই করে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্বাধীনতার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শনিবার শহরের এনএস রোডে মানববন্ধন করেছে জাসদ। সেখানে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন বলেন, “শুক্রবার বিভিন্ন মসজিদের জুম্মার খুৎবা পাঠকালে সারাদেশের ভাস্কর্য অপসারণের যুক্তি দিয়ে মসজিদে আগত ধর্মপ্রাণ মুসুল্লিদের উস্কে দেয়ার অভিযোগ পেয়েছি।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, “বিজয় মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারাই এই ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত থাক তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন