ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় নিহত মা, আহত দুই সন্তান

শনিবার ৬ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর থেকে সাব্বির মোটরসাইকেলে করে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাট মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

|| সারাবেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ||

ঈশ্বরদীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় মারা গেলেন ৪৫ বছর বয়সী মা সেবা খাতুন। আহত হয়েছে তার দুই সন্তান। যাদের একজনের বয়স ৬ আরেকজন মোটরসাইকেল চালক ছেলে সাব্বির হোসেন। তার বয়স ২৫। সাব্বির মারাত্মক আহত সাব্বির ও বোন সুমাইয়াকে ভর্তি করা হয়েছে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে। শনিবার ৬ই মার্চ আনুমানিক দুপুর ১২টার দিকে পাকশী-পাবনা মহাসড়কের সাহাপুর মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আরিফুর রহমান আরিফ জানান, শনিবার ৬ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর থেকে সাব্বির মোটরসাইকেলে করে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাট মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে মোটরসাইকেলটি সাহাপুর মসজিদ মোড়ে পৌঁছলে বিপরীত দিক দিয়ে আসা ইটবোঝাই একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাক তিনজনই পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মা সেবা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহত ভাই-বোনকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সংবাদ সারাদিন