|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||
যশোরের বেনাপোল পোর্ট থানার এলাকার বারোপোতা বাজার থেকে ৩৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি বায়েজিদ ইসলামকে আটক করা হয়েছে। বায়জিদ ইসলাম পুটখালী গ্রামের দারজুল ইসলামের ছেলে।
রোববার র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা বারপোতা বাজারের আতাউর রহমানের সেলুন দোকান ঘরের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে ৩৫৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বায়েজিদকে আটক করে। সোমবার ১৮ই জানুয়ারি বেলা ১২টায় প্রেসব্রিফিং করে আটকের তথ্য জানানো হয়।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন বলেন, উদ্ধারকরা আলামত ও আটককে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।