আসামী গ্রেফতার না করলে রূপগঞ্জ থানা ঘেরাও করবে ছাত্রলীগ

কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুর ওপর সন্ত্রাসী হামলা ও তার মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে ছাত্রলীগ থানা ঘেরাও করবে ।

|| সারাবেলা প্রতিনিধি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রলীগ। সোমবার ২৫শে জানুয়ারি বিকালে এ ঘোষণা দিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুর ওপর সন্ত্রাসী হামলা ও তার মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে ছাত্রলীগ থানা ঘেরাও করবে ।

ঐ ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ছাত্রলীগ। মানববন্ধনের আয়োজন করে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার ,সহ সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, কয়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ,সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরাফাতসহ অনেকে।

সভায় বক্তরা বলেন, নাদিম হোসেন অপুর ওপর সন্ত্রাসী হামলা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে রূপগঞ্জ থানা পুলিশ ওই ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেফতার না করলে আগামীকাল বিকাল ৪ টায় রূপগঞ্জ থানা ঘেরাও করা হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের থাকার নিদেশ দিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম।

সভায় বক্তারা আরও বলেন, ওরা ছাত্রলীগ করার অধিকার রাখে নাই। তাই রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ তাদের বহিস্কার করেছে।

প্রসঙ্গত কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুর ওপর হামলা ও তার মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় ভূমিদস্যু সন্ত্রাসী আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভুইয়া জেমিনসহ ১১ জনের নামে মামলা হয়েছে। রূপগঞ্জ থানায় মামলা নং ৪৮ ( তাং ২১/০১/২০২১)। তুষার ইছাখালীর সামছুল মিয়ার ছেলে, জেমিন চনপাড়ার মৃত নুরু মিয়ার ছেলে । তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। মামলার অপর আসামিরা হলেন আবু সালেক এর ছেলে রাসেল, ইছাখালীর রুবেল, সাদ্দাম, শরীফ, নগর পাড়ার শওকত আলী ইমন, চনপাড়ার আবু বক্কার (পিতা মৃত খালেক),পাড়াগাঁওয়ের ফেরদৌস, বরুনার সাকিব, ইছাখালীর ইমন। ২১শে জানুয়ারি মামলাটি করেন নাদিম হোসেন অপু।

 

সংবাদ সারাদিন