|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
সাভারের আশুলিয়ায় ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে ।শনিবার ১৭ই জুলাই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদিয়ে হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
রোববার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ।
অভিযুক্তরা হলেন, আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের আমির হোসেনের ছেলে আরাফাত (২৮) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া সেন্টু (৩০)।
এজাহারসূত্রে জানা যায়,আশুলিয়ার ধামসেনা ইউনিয়নে পরিবার নিয়ে বসবাস করতেন ওই ভুক্তভোগী শিশু ।বৃহস্পতিবার (১৫ জুলাই ) আরাফাত তার স্ত্রী অসুস্থতার কথা বলে ভুক্তভোগী শিশুকে তাদের বাসায় নিযে আসে । পরে ওই শিশুটি আসলে আরাফাতদের বাড়িতে তার স্ত্রীকে দেখতে না পেয়ে চলে যাচ্ছিল । এসময় আরাফাত ও তার বাড়ির ভাড়াটিয়া জোর করে কক্ষে নিয়ে পালাক্রমে ওই শিশুকে ধর্ষণ করে । এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত দুইজন পালিয়ে যায় ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব আলী জানান,অভিযোগের ভিত্তিতে দোষীদের আটকের চেষ্টা করা হচ্ছে । সেই সঙ্গে ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।