|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুন লেগেছে। এখনো হতাহতের কোন খবর মেলেনি। বুধবার ১৭ই মার্চ সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পেছনের শ্রমিক কলোনীতে এই আগুন লাগে।
কলোনীর শ্রমিকরা জানান, সকালে হঠাৎ করেই একটি কক্ষ থেকে আগুন শুরু হয়। এরপরে বাকি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে শ্রমিকদের বসবাসরত ২০ থেকে ৩০টির মতে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।