আশুলিয়ায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে আটক ৪

ধর্ষনের অভিযোগে আটকরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্ল্যার ছেলে রানা মোল্ল্যা।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার  ||

সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার ১৪ই ফেব্রুয়ারি দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ) জিয়াউল ইসলাম অভিযোগ ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শনিবার রাতে ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

ধর্ষনের অভিযোগে আটকরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্ল্যার ছেলে রানা মোল্ল্যা।

পুলিশ জানায়, বুধবার ১০ই ফেব্রুয়ারি রাতে আশুলিয়া  গাজিরচট এলাকায়  ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক বান্ধবীর বাসা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এসময় অভিযুক্ত চার ব্যক্তি ওই পোশাক শ্রমিকের গতিরোধ করে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। এরপরে পলাক্রমে ধর্ষণ করেন এবং পুলিশকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয়।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ওই পোশাক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সাথে ভুক্তভোগী পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

 

 

 

সংবাদ সারাদিন