|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||
সাভারের আশুলিয়ায় বারো বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধক্ষ্য তৌহিদ বিন আজাহারকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ । শুক্রবার ২২শে জানুয়ারি সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, শিক্ষক তৌহিদ আশুলিয়ার খেজুরবাগান এলাকার চাঁনগাও মহল্লার হুরে জান্নাত মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন ।
বৃহস্পতিবার ২১শে জানুয়ারি সকালে ওই শিক্ষার্থী আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ করে । তার অভিযোগের ভিত্তিতে আত্মগোপনে থাকা ওই অধ্যক্ষকে বৃহস্পতিবার রাতে মিরপুর থেকে আটক করা হয় । সেই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে ।
এঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।