|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
সাভারের আশুলিয়ায় ড্রেনে থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার ২০শে মে দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে ড্রেনের থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ ।
তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ সদস্যরা ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে থানায় ঘটনাটি অবহিত করনে স্থানীয়রা ।এর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে । নিহতের হাত পা বাঁধা ছিল ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে কেউ ফেলে গিয়েছে । নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে । সেই সাথে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।