অনলাইন প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আম পাড়া নিয়ে বড়ভাইয়ের হাত থেকে ভাতিজাকে রক্ষা করতে গেলে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে করে বড় ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আমজাদ হোসেনের (৩২) স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে বন্দর থানায় নিহতের বড় ভাই ইব্রাহিমকে (৪২) আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহীমের ছেলে মনসুর কিছুদিন পূর্বে পাশের বাড়ি থেকে আম চুরি করলে ছেলের বিরুদ্ধে অভিযোগ আসে। তাই ছেলেকে আজ সকাল সাড়ে দশটায় মারধর করছিলেন ইব্রাহীম। এসময় আমজাদ হোসেন ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে আসলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বড় ভাই ইব্রাহীম ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা বটি দিয়ে ছোট ভাই আমজাদ হোসেনের বুকে ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরে তার স্ত্রীসহ আশপাশের লোকজন আমজাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যান। নিহত আমজাদ হোসেন পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং ঐ এলাকার মৃত নুরুদ্দিন মিয়ার ছেলে।
বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম হত্যা, গ্রেফতার ও মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী এ বিষয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামী ইব্রাহিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।