আবারও কাশিমপুর কারাগারে রফিকুল ইসলাম মাদানী

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

শিশু বক্তা মোঃ রফিকুল ইসলাম মাদানীকে আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নেওয়া হয়েছে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার ২৯শে জুন সকালে তাকে এ কারাগারে নেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছিল। ঢাকা থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। পরে আবার রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৭টি মামলা রয়েছে। এরই মধ্যে মতিঝিল থানায় দুইটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে। মোঃ রফিকুল ইসলাম মাদানী (২৬) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃতঃ সাহাব উদ্দিনের ছেলে।

রাষ্ট্রবিরোধী এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে গত ৭ এপ্রিল বুধবার তাকে আটক করা হয়েছিল।

সংবাদ সারাদিন