আন্ত:জেলা চোরচক্রের ৯ সদস্য আটক বরিশালে

বরিশাল শহরে স্বর্নের দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে আন্ত:জেলা দোকান চোর চক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে কোতোয়ালি পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, বরিশাল ||

বরিশাল শহরে স্বর্নের দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে আন্ত:জেলা দোকান চোর চক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে কোতোয়ালি পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই স্বর্নালংকার। রোববার সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আটক চোর চক্রের সদস্যরা হলেন, সুমন (৩৭), অলি (৩০), জামাল (৪০), লিটন (২৮), আলাউদ্দিন (২৫), হাসান (১৭), নয়ন (২২), জসিম ওরফে জনি (২৮) এবং শুক্কুর (২২)।

এরা নগরী সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং বরিশাল, কুমিল্লা, চট্রগ্রাম, নারায়নগঞ্জ, চাদপুর এবং লক্ষীপুর থানায় করা মামলার আসামী। কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রাসেল বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে সফল অভিযানে এই চোর চক্রকে আটক করেছেন।

বিএমপি সূত্র জানায়, গত ১৯শে মার্চ কাটপট্রি আশ্রাব এন্ড সন্স জুয়েলার্সে দিনে দুপুরে চুরি ঘটনা ঘটে। এসময় চোরেরা তালা ভেঙ্গে ১২৬ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। ঘটনায় দোকান মালিক বাদি হয়ে অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত ঘটনা উৎঘাটনের জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে তদন্ত শুরু করেন সহকারী পুলিশ কমিশনার রাসেল।

তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ চোরকে চিহ্নিত করা হয় এবং পুলিশ নিশ্চিত হয় তারা আন্ত:জেলা চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলায় স্বর্ণের দোকান, বিকাশের দোকান, মোবাইলের দোকান, কম্পিউটার-ল্যাপটপের দোকানে অভিনব পন্থায় লুঙ্গী দিয়ে আড়াল করে তালা ভেঙ্গে দিনে দুপুরে চুরি করে। চুরির পরে তারা চট্রগ্রাম ও কুমিল্লায় আবস্থান করে।

গোপন তথ্যে তাদের অবস্থানের খবরে কোতয়ালী থানা পুরিশের একটি দল চট্রগাম এর হালিশহরে ছদ্ববেশে অবস্থান নেয়। সেখান থেকে চোর লিটনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে চোরাই দুটি স্বর্ণের আংটি, চুরির কাজে ব্যাবহৃত দুটি মোবাইল ও একটি সিম জব্দ করা হয়। তার কাছ থেকে তথ্য নিয়ে টানা ৯ দিন অভিযান পরিচালনা করে ঢাকা, চট্রগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান করে হাসান, নয়ন, অলি, সুমন, আলাউদ্দিন ও জামাল সহ সকল চোরদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে সুমন, অলি, জমাল এবং লিটন আদালতে দোষ স্বিকার করে জবানবন্ধি দিয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে চট্রগ্রামের বাকলিয়া থানার বউ বাজার এলাকায় স্বর্ণা জুয়েলার্স ও শিফা জুয়েলার্স থেকে ১ টি নেকলেস ও ৯ টি আংটি উদ্ধার করা হয়।

সংবাদ সারাদিন