আনোয়ারায় ছাত্রলীগ নেতার ছুরিতে ছাত্রলীগ কর্মী খুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকারের সাথে আশরাফের রাজনৈতিক বিরোধ ছিলো অনেকদিন ধরেই। নয়ন সরকার ও আশরাফ দু’জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহেরের অনুসারী।

|| সারাবেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) ||

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আধিপত্য নিয়ে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমনকে খুন করেছে তারই সংগঠনের নেতা নয়ন সরকার। শুক্রবার ১৯শে ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত আশরাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।নিহত আশরাফ চৌধুরী ইমনের বাড়ি নোয়াখালী। তার বাবার নাম মো. আবদুল। বাবার কর্মস্থল চট্টগ্রাম হওয়ায় আনোয়ারার একটি ভাড়াবাসায় থাকতেন তারা।   

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকারের সাথে আশরাফের রাজনৈতিক বিরোধ ছিলো অনেকদিন ধরেই। নয়ন সরকার ও আশরাফ দু’জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহেরের অনুসারী।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, রাত ৮টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনোয়ারা থেকে মেডিকেলে আনার কিছুক্ষনের মধ্যেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান,  নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।রাজনৈতিক প্রতিহিংসায় দুর্বৃত্তরা আশরাফকে খুন করেছে।

ঘটনার পর থেকে পালিয়ে রয়েছে নয়ন সরকার। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।  

সংবাদ সারাদিন