আনোয়ারায় ইউপি চেয়ারম্যান মান্নানের ঘাঁড়ে দুদক

চেয়ারম্যান মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম পরিদর্শনে এসেছে। সত্য ঘটনা উৎঘাটন হবে। এসব অভিযোগ ভিত্তিহীন ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) ||

নানা অনিয়ম দুর্নীতি ও ইউনিয়ন পরিষদের প্রকল্প লুটের অভিযোগে  আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর ঘাঁড়ে বসেছে দুর্নীতি দমন    কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার ২১শে জানুয়ারি  দুদকের চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক রিয়াজ উদ্দীনের নেতৃত্বে একটি টিম সকাল ১১টায় বটতলী ইউনিয়ন পরিষদে সরেজমিনে তদন্তে আসে । এসময় দুদকের মু্খোমুখি হতে হয় চেয়ারম্যান মান্নানকে। পরে দুদকের দলটি চেয়ারম্যান মান্নান ও ইউপি সদস্যদের সাথে  নিয়ে অভিযোগসংশ্লিষ্ট  প্রকল্প গুলো পরিদর্শনে যায়।

 

জানা যায়, ৪ নম্বর বটতলী ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রওশন আক্তার মুন্নীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে আসে দুদকের দলটি। অভিযুক্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শাহ্ মোহছেন আউলিয়া বিকল্প সড়ক, পশ্চিম বৈরিয়া সড়ক,পূর্ব বৈরিয়া সাপমারা খালের পাইপ কালভার্ট, পূর্ব বৈরিয়া মাহাবুব আলী সড়ক।

 

চট্টগ্রাম-২ দুদক সহকারি পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে দুদক টিম অভিযুক্ত প্রকল্পগুলো পরিদর্শন করেছে। এবং এলাকার সাধারণ জনগণের মতামত নেয়া হয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম পরিদর্শনে এসেছে। সত্য ঘটনা উৎঘাটন হবে। এসব অভিযোগ ভিত্তিহীন ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

 

সংবাদ সারাদিন