আদালতে নেয়ার পথে পালিয়েছে আসামি

জেলার মদন উপজেলায় থানা থেকে আদালতে নেয়ার পথে হাতকড়া অবস্থায় পালিয়েছে আসামী পলাশ। তার বয়স আঠারো বছর। তিনি জেলার কেন্দুয়া উপজেলার কাউরাত গ্রামের রমিল মিয়ার ছেলে।

|| সারাবেলা প্রতিনিধি, নেত্রকোনা ||

জেলার মদন উপজেলায় থানা থেকে আদালতে নেয়ার পথে হাতকড়া অবস্থায় পালিয়েছে আসামী পলাশ। তার বয়স আঠারো বছর। তিনি জেলার কেন্দুয়া উপজেলার কাউরাত গ্রামের রমিল মিয়ার ছেলে।

সোমবার ৩০শে মে দুপুরে থানা থেকে জেলা আদালতে তোলার পথে উপজেলার পৌর শহরের মদন বাজার এলাকায় সিএনজি চালিত আটোরিকশা থেকে পালিয়ে যায় পলাশ।

গেলো রোববার কলমাকান্দা উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া এলাকা থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে মদন থানা পুলিশ। মামলার পর সোমবার দুপুরে পলাশকে আদালতে নিতে সিএনজি যোগে রওনা দেয় পুলিশ। মূসলধারে বৃষ্টি হওয়ায় পথিমধ্যে মদন বাজার এলাকায় পৌঁছলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া অবস্থায় পালিয়ে যায় পলাশ। এ প্রতিবেদন (বিকেল সাড়ে ৫ টা) লেখা পর্যন্ত আসামির কোন খোঁজ পায়নি পুলিশ।

এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সারাদিন