আদালতের রায়ে বসতভিটা হারালো সাদুল্যাপুরের ৮টি পরিবার

বাপ দাদার সূত্রে পাওয়া ভিটামাটিতে যুগ যুগ ধরে বসবাস করে আসা সোনা মিয়া ও জরিনা বেওয়াসহ ৮টি পরিবারকে আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

আদালতের রায়ে বাপদাদার সূত্রে পাওয়া বসতভিটা হারিয়ে এখন পুরোপরি উদ্বাস্ত হয়ে পড়েছে জেলার সাদুল্যাপুলের ৮টি পরিবার। থাকবার জায়গাটুকু হারিয়ে এখন এদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাপ দাদার সূত্রে পাওয়া ভিটামাটিতে যুগ যুগ ধরে বসবাস করে আসা সোনা মিয়া ও জরিনা বেওয়াসহ ৮টি পরিবারকে আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরানলক্ষীপুরে।

ঘাঘট নদীর দ্বীপ থেকে উচ্ছেদ হওয়া এসব পরিবারের কেউ এখন খোলা আকাশের নীচে, কেউ অস্থায়ী জরাজীর্ণ ঘরে ছেলে-মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন। সোনা মিয়া, জরিনা বেওয়া,নাজু মিয়া, তাহের মিয়া ও আবু সাঈদ আকন্দসহ ৮টি পরিবারের দাবি তারা বাপ-দাদার আমল থেকে এই জমিতে বসবাস করে আসছিলেন। বসবাসের এ ভিটা ছাড়া অন্য কোন জমিও নেই তাদের। পেশায় তারা সবাই দিন মজুর ও রিক্সাচালক।

পরিবারগুলোর বসতভিটার মালিকানা দাবি করে আদালতে মামলা করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। দীর্ঘ বছর শুনানিশেষে আদালত বাদীর পক্ষে রায় দেন। রায় পাওযার পর বাদী সেখানে বসবাসরত ৮টি পরিবারকে উচ্ছেদ করে। আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করার কারণে কিছুই করার ছিল না তাদের।

উচ্ছেদের শিকার ৮টি পরিবার বসতভিটা হারিয়ে আশ্রয়হীন ও গৃহহীন হয়ে পড়েছে। জমি কিনে নতুন বাড়ি করার সামর্থ্যও নেই তাদের। পরিবারগুলোকে সহয়াতা দেয়ার কথা জানিয়েছেন, তবে কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম।

সংবাদ সারাদিন