আত্মসমর্পণের পর বিএনপির সেই সালাহউদ্দিন কারাগারে

নাশকতার এক মামলায় সালাহউদ্দিন বুধবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

অবশেষে আদালতে আত্মসমর্পন করলেন বিএনপির সেই নেতা সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন। নাশকতার এক মামলায় সালাহউদ্দিন বুধবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের অন্যতম আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, “আমরা আদালতে বলেছিলাম, তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা।”

২০১৫ সালের শুরুতে দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াতের টানা তিন মাসের অবরোধ-হরতালের মধ্যে যানবাহনে পেট্রোল বোমা ছোড়াসহ ব্যাপক নাশকতা ঘটে। সেরকম এক ঘটনায় ২০১৫ সালের জানুয়ারিতে ওয়ারি থানায় এ মামলা করে পুলিশ।

এজাহারে বলা হয়, ওই বছর ৩০শে জানুয়ারি দুপুরে আসামিরা মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে একটি বাসে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। ওই বছরের ১২ই আগস্ট ঢাকা-৫ আসনের সাবেক এমপি বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ওয়ারি থানার এসআই শাহআলাম।

সালাহউদ্দিন এ মামলার শুরু থেকেই পালিয়ে ছিলেন। বুধবার তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হল।

সংবাদ সারাদিন