|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে শারীরিক অন্য কোনো জটিলতা নেই তার। তিনি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
মির্জা আজম এমপি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ বিতরণসহ দলীয় বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ত্রাণ তৎপরতায় তিনি সরাসরি অংশ নিয়েছেন।
সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।