|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দু’পক্ষ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ৩০শে মে রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা শহরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ জন্য গত ২৯শে মে শনিবার রাত থেকে শহরে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকারিয়া খন্দকার। এদিকে একই স্থান ও সময়ে পৃথক সভা আহ্বান করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব।
উদ্ভত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ বলেন, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।