|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
করোনা সংকটে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি ও নড়াইল জেলা পুলিশ। গতকাল রাতে নড়াইল পুলিশ লাইনস স্কুল, মন্দির চত্বর ও মুলিয়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও পুলিশ নারী কল্যাণ সমিতি নড়াইলের সভাপতি রুনুদে।
পুলিশ নারী কল্যাণ সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি রুনুদে বলেন, করোনা সংকটে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম ( বার) বলেন, করোনার প্রভাবে অসহায় মানুষের কষ্ট লাঘবে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সদর থানার ওসি শওকত কবির, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা, সদর থানার পরিদর্শক শিমুল দাসসহ অনেকে। ২০০ মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।