অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে

কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরতদের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ।

|| সারাবেলা প্রতিবেদন, ভালুকা (ময়মনসিংহ) ||

কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরতদের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ। এছাড়াও ২০১৮ এবং ২০১৯ সালে এক বিষয়ে অকৃতকার্যদেরও রেজিস্ট্রেশন নবায়নের সুযোগ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এসব শিক্ষার্থীদের ২২শে ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লিখিত সময়ের পর আর সময় বাড়ানো হবেনা বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখুন

সংবাদ সারাদিন