|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর ||
অবশেষে বয়স্ক ভাতার র্কাড পেলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রামের বৃদ্ধা কবিজন নেসা (৭২)।
“এমপির সুপারিশেও কবিজন নেসার ভাগ্যে মেলেনি ভাতার কার্ড” এই সম্পর্কিত শিরোনামে গত বেশ কয়েকদিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরই তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে প্রশাসন।
এর ফলপ্রসূ হিসেবে সোমবার ১৭ আগষ্ট সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের কবিজন নেসার বাড়িতে গিয়ে কবিজনের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসেন, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান, বিএম আবুল হোসেন, ইউপি সদস্য মোন্নাফ আলীসহ প্রমুখ।
বয়স্ক ভাতাকার্ড পেয়ে কবিজন নেসা খুশিতে কেঁদে ফেলেন। তিনি মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করেন এবং বয়স্ক ভাতা কার্ড প্রদানে সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্যারের নির্দেশে আজ সকালে বয়স্ক ভাতারকার্ড কবিজন নেসার হাতে তুলে দেই।