অবশেষে বদলিশাস্তি পেলেন গাইবান্ধার দুই চিকিৎসক

দায়িত্ব অবহেলার দায়ে গত মঙ্গলবার গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান চিকিৎসক আফসারি খানমকে লালমনিরহাটে এবং মেডিকেল অফিসার ডা. মো. সেকেন্দার আলীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বদলি করা করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

সেবা না পেয়ে রাস্তায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় তদন্তশেষে বদলিশাস্তি হলো গাইবান্ধা জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান চিকিৎসক আফসারী খানম, আবাসিক মেডিকেল অফিসার সেকেন্দার আলী ও পরিদর্শক সেলনিা আক্তার। এদের মধ্যে আফসারি খানমকে লালমনিরহাট, সেকেন্দার আলীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ও সেলিনা আক্তারকে খোলাহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছে।

গত ১৮ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা না পেয়ে রাস্তায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়। কমিটির রিপোর্ট মত ঘটনার রাতে দায়িত্বে থাকা পরিদর্শক সেলিনা আক্তারকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বদলির আদেশ দেয়া হয়। দায়িত্ব অবহেলার দায়ে গত মঙ্গলবার গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান চিকিৎসক আফসারি খানমকে লালমনিরহাটে এবং মেডিকেল অফিসার ডা. মো. সেকেন্দার আলীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বদলি করা করা হয়েছে।

আফসারি খানম ১৬ বছর ধরে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত থাকার কারণে যথেচ্ছার করে আসছিলেন। উলে­খ্য, গত ১২ই আগস্ট রাতে প্রসব বেদনা নিয়ে গাইবান্ধার সাঘাট উপজেলার বোনারপাড়া থেকে জেমি আক্তার নামে নারী আসেন মা ও শিশু কেন্দ্রে। কিন্তু চিকিৎসা না দিয়ে উল্টো খারাপ আচরণ করে বের করে দেয়া হয় তাকে। পরে শহরের ডিবি রোডের পরিত্যক্ত একটি ঘরে সন্তান জন্ম দেন প্রসূতি মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন