অন্যরূপে নবান্ন হলো ফেনীতে

শস্য কাটা, ধান মাড়াই, পিঠা-পুলির পসরা, গান-বাজনা আর নাচের আয়োজনে ফেনীতে নবান্ন উৎসব পালিত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

শস্য কাটা, ধান মাড়াই, পিঠা-পুলির পসরা, গান-বাজনা আর নাচের আয়োজনে ফেনীতে নবান্ন উৎসব পালিত হয়েছে। গত বৃহস্পতিবার অগ্রহায়ণের পড়ন্ত বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামে স্বপ্নসেতু সংলগ্ন মাঠের মাঝে বসে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে নবান্ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তোফায়েল আহম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবু তাহের ও (উদ্ভিদ সংরক্ষণ) শহীদুল ইসলাম। নবান্ন উৎসবের মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম।

আলোচনা সভা শেষে আমন ধানের মতো বোরো ধানেও বাম্পার ফলনের উদ্দেশ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া জেলায় এবার ১০ হাজার কৃষকের মাঝে হাইব্রিড বীজ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন