|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ এর সকল অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ১৪ই ফেব্রুয়ারি মেলান্দহ পৌরসভা আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. শফিক জাহেদী রবিনকে পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী করতে সোমবার দুপুরে মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠ চত্ত্বরে এ যৌথ সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আলহাজ্ব সোহরাব হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধু, সদস্য হাজি দিদার পাশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী ও মেলান্দহ পৌরসভার বর্তমান মেয়র,আওয়ামী লীগ মনোনিত দলীয় মেয়র প্রার্থী মো. শফিক জাহেদী রবিন প্রমুখ।
এসময় বক্তব্যরা জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।