সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

|| সারাবেলা প্রতিনিধি,( সোনারগাঁ)নারায়ণগঞ্জ ||

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বুধবার ১৭ই মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়। এসময়ে ৫০ জন দরিদ্র মাহিলাকে সেলাই মেশিন ও ৩০ জন পঙ্গু মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি সহ বিভিন্ন দপ্তরের অফিসার।

সংবাদ সারাদিন