|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে এতিমখানা ও মাদ্রাসার নামে চাঁদা তোলার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মালিপাড়া গ্রামের ছালেহ রহমানের ছেলে আল আমিন (২৫), একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. আকিবুর রহমান (১৮) ও মো. ইসলাম উদ্দিনের ছেলে জুনাইদ উদ্দিন (২০)।
বুধবার ১৭ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় গ্রেফতার ৩ যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যায় থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে এই ৩ যুবককে গ্রেফতার করা হয়।
এব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের জন্য কোরআন শরীফ, পাঞ্জাবী ও পাগড়ীসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল কেনার কথা বলে সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছিল এই তিন যুবক।
প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যাতেও পৌরশহরের ষোলঘর এলাকার দোকানপাট ও বাসা-বাড়ি থেকে একা চাঁদা তুলতে যায় জুনাইদ উদ্দিন। ওই সময় তার আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুনাইদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতো পৌরশহরের কালিবাড়ি সড়কের শামীমাবাদ আবাসিক হোটেল অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরো দুই সদস্য আকিব রহমান ও আল আমিনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান সাংবাদিকদের বলেন- কিশোরগঞ্জ থেকে প্রতারক চক্রের ৫-৭ জনের একটি দল বেশ কিছুদিন আগে সুনামগঞ্জে আসে। তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। গ্রেফতার ৩ প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।