|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল, যশোর ||
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য দিয়ে নতুন বছরে শার্শা উপজেলাতে বই বিতরণ শুরু করা হয়েছে। যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের শুরুতেই গোগা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশীদের সভাপতিত্বে শুক্রবার ১লা জানুয়ারি সকাল ১০টার সময় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন যশোর-১, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/received_417089226314871-300x179.jpeg?resize=1161%2C693&ssl=1)
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে শার্শা উপজেলাতে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ বছর প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেয়া হবে। বই বিতরণের পুরো প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে করা হবে। এখন পর্যন্ত স্কুল কলেজ না খুললেও পাঠ্য কার্যক্রম অব্যাহত রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই এই বই বিতরণ করার কথা জানান তিনি।
উল্লেখ্য, ৫৬২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বই দেয়া হবে। সারাদেশে এ বছর বিনামূল্যে প্রায় চার কোটি ১৭ লাখ শিক্ষার্থীদের মোট সাড়ে ৩৪ কোটি বই দেয়া হচ্ছে।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/received_445128166513025-300x174.jpeg?resize=909%2C527&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/received_445128166513025-300x174.jpeg?resize=909%2C527&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/received_445128166513025-300x174.jpeg?resize=909%2C527&ssl=1)
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সর্দার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও আসাদুজ্জামান বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।