রাস্তা সংস্কার নিয়ে মামলা ঠিকাদারের আর দুর্ভোগে গাংনীর মানুষ

মামলার কারণে মেহেরপুরের গাংনীর তিনটা গুরুত্বপূর্ন সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে গেলো কয়েক বছর ধরে। সড়ক গুলো চলাচলে অনুপযোগী হওয়ার কারনে লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগে পড়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||

মামলার কারণে মেহেরপুরের গাংনীর তিনটা গুরুত্বপূর্ন সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে গেলো কয়েক বছর ধরে। সড়ক গুলো চলাচলে অনুপযোগী হওয়ার কারনে লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগে পড়েছে। ঠিকাদারের মামলার কারনে দীর্ঘ কয়েক বছর ধরে বামুন্দী-কাজিপুর,কাজিপুর-নওদাপাড়া, আকুবপুর-মোহাম্মদপুর হয়ে গোয়াল গ্রাম পর্যন্ত এই তিনটি সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। দ্রত সময়ের মধ্যে মামলার নিস্পত্তি করে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানিয়েছেন, এই তিনটি গুরুত্বপূর্ন সড়ক খানাখন্দে পরিনত হওয়ায় প্রতিনিয়ত বাস ট্রাক ইজিবাইক মটরসাইকেল উল্টে হতাহত হচ্ছেন অনেকেই। ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন বিকল হয়ে পড়ছে। সড়ক দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়েছে পড়েছে। বার বার আশ্বাস দিয়েও মামলা নিস্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসি।

গাংনী উপজেলা প্রকৌশলীর দফতর থেকে জানা গেছে, প্রায় বছর দুয়েক আগে বামুন্দী-কাজিপুর সড়ক ১ কোটি ৫ লাখ, মোহাম্মদপুর-গোয়াল গ্রাম ১ কোটি ১৩ লাখ ও নওদাপাড়া-কাজিপুর সড়ক প্রায় ৩ কোটি টাকার টেন্ডার হলেও কাজ বুঝিয়ে না দেওয়ার কারনে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঠিকাদার জাকা মোল্লা  হাইকোর্টে একটি মামলা করেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। মামলার কারনে সড়ক গুলোর সংস্কার কাজ বন্ধ রয়েছে। গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ জানান, মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিস্পত্তি করবার চেষ্টা চলছে। মামলা নিস্পত্তি হওয়ার সাথে সাথেই রাস্তার সংস্কার কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

স্থানীয়রা জানান, এই তিনটি সড়ক দিয়ে ঢাকার সাথে সরাসরি কৃষিপন্য পরিবহন করা হয়। স্কুলের শিক্ষার্থীরাও চলাচলে বিপাকে পড়েছে। বর্তমানে রাস্তা তিনটি চলচল অনুপযোগী হয়ে পড়ায় এ এলাকায় ব্যবসা বানিজ্যে ধস নেমেছে।

এ বিষয়ে কথা বলতে ঠিকাদার জাকা মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।

 

সংবাদ সারাদিন