রাষ্ট্রীয় সহায়তা পেয়েছে বরিশাল জেলার দেড় লাখ পরিবার

|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||

করোনাদুর্যোগে বরিশাল মহানগরসহ গোটা জেলার দেড় লাখেরও বেশী পরিবার রাষ্ট্রীয় সহায়তা পেয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে ১ হাজার ৫০৭ টন চাল, নিত্যপণ্য ক্রয় বাবদ নগদ ৭৭ লাখ টাকা এবং শিশুখাদ্য বাবদ ১২ লাখ ৮০ হাজার টাকা। যার মধ্যে সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে ৩৮০ টন চাল এবং নগদ ১০ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া জেলার ১০টি উপজেলার ১ লাখ ৫০ হাজার ৭০০ দুর্গত পরিবার রাষ্ট্রের এই সহায়তা পেয়েছে জানিয়ে জেলা প্রশাসন বলছে, এখন পর্যন্ত জেলায় মোট বরাদ্দ ছিলো ২ হাজার ৩০০ টন চাল, নগদ ৯৭ লাখ টাকা এবং শিশুখাদ্য বাবদ ২১ লাখ টাকা।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের সকল কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন আছেন। তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন