|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||
‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ১০১ পাউন্ডের কেক কেটে পালন করা হয়েছে জাতির পিতার জন্মদিন ও শিশু কিশোর দিবস।
বুধবার ১৭ই মার্চ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে জন্মদিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে পুৱস্কাৱ বিতৱন, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার সকল সরকারি কর্মকর্তা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।