মোদী বিরোধিতায় হাটহাজারীতে নিহত চার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদেশের আসার বিরোধিতা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের কর্মীরা। এসময়ে অন্তত চার জন নিহত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদেশের আসার বিরোধিতা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের কর্মীরা। এসময়ে অন্তত চার জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, শুক্রবার দুপুরে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষের পর সেখান থেকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী রবিউল, মেহরাজ, জামিল ও আব্দুল্লাহ নামের স্থানীয় একজন।

এ বিষয়ে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আজ(শুক্রবার) দুপুরে জুমার নামাজের পর আমরা মোদিবিরোধী মিছিল বের করেছিলাম। মিছিল থানার সামনে যাওয়ার পর পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি চালায়।’

এর আগে, দুপুর আড়াইটার দিকে হাটহাজারীতে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো ও এসিল্যান্ডের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। হাটহাজারীর ইউ.এন.ও রুহুল আমিন এই অভিযোগ করেন।

তবে, থানা, ইউএনও’র বাংলো ও এসিল্যান্ডের অফিসে হামলা বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

সংবাদ সারাদিন