|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে বাড়ির ছাদ থেকে তানিসা ইসলাম (১১) নামে কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে(১৫) আটক করেছে।
বৃহস্পতিবার ৬ই মে রাত ১০টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, ধর্ষণে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। লাশের পাশে নিশানের জুতা পড়ে থাকতে দেখে তাকে সন্দেহ করা হয়। পরে বাড়ি থেকেই তাকে আটক করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানিশার মা পাশের ঘরে ছিলেন। তানিশার বড় ভাই মসজিদে এতেকাফে ছিলেন, দাদী তখন তারাবীর নামাজ পড়ছিলেন। কিছুক্ষণ পর মা ঘরে এসে তানিশাকে না পেয়ে খুঁজে না পেয়ে ছাদে গেলে তার রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন।
পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী (বিপিএম, পিপিএম) জানান, তানিশা খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টীম কাজ করছে।স্বল্প সময়ের মধ্যেই জড়িতকে শনাক্ত করা হবে।জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই নিশানকে আটক করা হয়েছে। তানিশার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।