ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেলো বউ-শ্বাশুড়ির

ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণহারা বাসচাপায় প্রাণ গেলো বউ-শ্বাশুড়ির । এসময় নিহতের পরিবারের এক শিশুসহ আহত হয়েছে ব্যাটারি চালিত এক ভ্যানের চালক ।

|| সারাবেলা প্রতিনিধি ,সাভার ||

ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণহারা বাসচাপায় প্রাণ গেলো বউ-শ্বাশুড়ির । এসময় নিহতের পরিবারের এক শিশুসহ আহত হয়েছে ব্যাটারি চালিত এক ভ্যানের চালক ।

মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আব্দুর রশীদের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার ছেলে বউ মরিয়ম আক্তার (২০)।

আহতরা হলেন, নিহত মরিয়মের ছেলে আবু বক্কর (২৪) ও ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা   গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে ভ্যান চালক আব্দুর রহিম (৫০)।

পুলিশ জানায়, ঢাকা থেকে পাটুরিয়াগামী রবিন পরিবহন নামক একটি বাস নিয়ন্ত্রণ হারীয় বাথুলি বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের সিঁড়িতে ধাক্কা দেয়।এসময় বাসের জন্য অপেক্ষারত  একই পরিবারের তিন সদস্যসহ চার জন আঘাত প্রাপ্ত হন ।

তাদের মধ্যে ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয় । অপর তিন জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করে।সেই সাথে উন্নত চিকিৎসার জন্য শিশু ও ভ্যান চালকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে ।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল  ইসলাম জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে । ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে ।তবে বাস চালক ও তার সহযোগী ঘটনা পর পালিয়েছে । তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সংবাদ সারাদিন