দিরাইয়ে হত্যা মামলাঃ ৪২ আসামির স্বেচ্ছায় আত্মসমর্পণ

সুনামগঞ্জের দিরাইয়ে শাহমূলক হত্যা মামলার আরো ১০ আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুরে দিরাই থানায় সেচ্ছায় আত্মসমর্পণ করেছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জের দিরাইয়ে শাহমূলক হত্যা মামলার আরো ১০ আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুরে দিরাই থানায় সেচ্ছায় আত্মসমর্পণ করেছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

আত্মসমর্পণকারীরা হল, দিরাই বাসিন্দা ফিরোজ আলী তালুকদার(৬০), রাজিব তালুকদার(২৫), তৈয়বুর তালুকদার(৩৫), রিয়াজ তালুকদার(২২), এবাদুল তালুকদার(৩০), স্বাধীন তালুকদার(২৫), বছু তালুকদার(৫০), নেজাবুল তালুকদার(২১), সবুজ মিয়া(৩৬), মামুন তালুকদার(২৫)।

দিরাই থানা পুলিশ সূত্র জানা যায়, গত ১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও মামলা মোকদ্দমার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে সামছুল হক গ্রুপের শাহমূলক (৪০) নিহত হয়।

পরে নিহতের ভাই সামছুল হক  বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ কিন্তু আসামিরা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করে।  দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে দল বেঁধে দিরাই থানায় এসে আত্মসমর্পণ করেন ৩২ জন মামলার আসামি। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এবং আজকে একই মামলায় আরো ১০ জন আসামি সেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, স্বেচ্ছায় আজকে দিরাই থানায় দলবেঁধে এসে  হত্যা মামলার আরো ১০ জন আসামি আত্মসমর্পণ করেছে, আমরা তাদের আদালতে পাঠানো হয়েছে । এর আগে গত মঙ্গলবার আরো ৩২ আসামি থানায় আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য,১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও মামলা মোকদ্দমার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে সামছুল হক গ্রুপের শাহমূলক(৪০) নিহত হয়। তিনি নুরনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় নুরনগর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে সামসুল হক বাদি হয়ে ৬৩ জনের  বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সারাদিন