|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এর বড় বোন এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলামের মাতা নুর চেহেরা খাতুন ইন্তেকাল করেছেন।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ১০৫ বছর।
নুর চেহেরা খাতুন ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।ভোলার দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামের বাড়িতে মরহুমার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মরহুমার ছেলে জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম জানান, আমার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে ভোলায় আসলে তিনি আবারও অসুস্থ্ হয়ে পড়েন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোড়ালিয়া গ্রামে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা আমাকে ভীষণ ভালো বাসতেন। আমি আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই।’
এদিকে তোফায়েল আহমেদের বোনের মৃত্যুতে ভোলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।